শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

রাজনীতিতে নয়, খেলাধুলার উন্নয়নেই কাজ করতে চাই: তামিম ইকবাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

রাজনীতিতে নয়, দেশের ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নেই কাজ করে যেতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল । শারীরিক অসুস্থতার কারণে আসন্ন বিপিএলে অংশ নেওয়ার সম্ভাবনাও কম বলে জানান তিনি।

শুক্রবার( ৩১ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের এরুলিয়া হাটখোলা বালুর মাঠে অনুষ্ঠিত বিএফএ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তামিম এসব কথা বলেন।

বগুড়া ফুটবল একাডেমির (বিএফএ) আয়োজনে ইউনিয়ন পর্যায় থেকে সেরা ২০ জন ফুটবলার বাছাইয়ের লক্ষ্যে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে বিদ্যুৎ বয়েজ ক্লাব ১–০ গোলে তরুণ যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার নবম মিনিটে স্ট্রাইকার হুজাইফার মাথায় করা নিখুঁত শটে নির্ধারিত হয় ম্যাচের একমাত্র গোলটি।

মাঠজুড়ে ছিল উপচে পড়া দর্শক। আশপাশের গাছের ডাল ও ভবনের ছাদেও ভিড় করেন দর্শনার্থীরা, শুধুমাত্র তামিম ইকবালকে এক নজর দেখতে।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন টুর্নামেন্টের উদ্বোধন করেন। তিনি বলেন, ‘ক্রিকেটের পাশাপাশি সারাদেশে ফুটবলেরও উত্থান হতে হবে। ছোট বড় টুর্নামেন্টের মাধ্যমে খুঁজে বের করতে হবে মেধাবী খেলোয়াড়দের।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।

বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে একটি ষাঁড় গরু ও রানার্সআপ দলকে একটি ছাগলসহ ট্রফি তুলে দেওয়া হয়।

অতিথিরা আশা প্রকাশ করেন, দেশের বিভিন্ন প্রান্তে এমন স্থানীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকলে তৃণমূলের খেলোয়াড়রা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর