বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

জুলাই যোদ্ধাকে লাঞ্ছিত, ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে বাস থেকে নামিয়ে অপমান ও আহত করার প্রতিবাদে বাস চলাচল বন্ধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে তারা নগরীর মাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার দুপুর পর্যন্তও তারা দোষীদের শাস্তি ও আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি আমিনুল হক শামীমকে গ্রেপ্তারের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

শামীমের মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তারা।

শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ইউনাইটেড সার্ভিস বাসে ওঠেন জুলাইযোদ্ধা আবু রায়হান। এসময় বাস শ্রমিক ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগলে রায়হান নিজেকে পরিচয় দিয়ে বারবার দুঃখ প্রকাশ করেন। তবুও ঝন্টু অশালীন আচরণ ও কটূক্তি করে তাকে বাস থেকে নামিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৈষম্যবিরোধীরা রাত থেকেই বাস কাউন্টারের সামনে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচির জেরে ময়মনসিংহ-ঢাকা রুটে ইউনাইটেড সার্ভিসের বাস চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরে শ্রমিকরাও পাল্টা বিক্ষোভে নামে এবং ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন।

খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পুলিশ বাস শ্রমিক ঝন্টুকে আটক করেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই সমঝোতার চেষ্টা চলছে। তবে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, জুলাইযোদ্ধারা কাউন্টার বন্ধ করে শ্রমিকদের আটকে রাখেন। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি শান্ত করে। আমরা চেষ্টা করছি দ্রুত বাস চলাচল স্বাভাবিক করতে।-দেশ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর