শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

সিলেটের সাদা পাথর এলাকায় দোকান বসানো নিয়ে সংঘর্ষ, আটক ৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রতন শেখ। তিনি জানান, দোকান বসানোকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের পক্ষ থেকে বরাদ্দকৃত জায়গায় দোকান বসানো হলে সমস্যা কমে আসবে। তারা স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন।

এই সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর