আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’।
জনগণকে নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতন করতে প্রতিবছর ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে দিবসটি পালন করা হয়।
আজ রোববার ( ২৮ সেপ্টেম্বর) বিশ্বের অনান্য দেশের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি উদ্যোগে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫’ পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, মোবাইলে এসএমএস প্রচার, তথ্য অধিকার বিষয়ক ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রিন ও এডভারটাইজিং বোর্ডে প্রদর্শন, ওয়েবসাইটে ফেস্টুন প্রচার এবং জেলা পর্যায়ে আলোচনা সভা আয়োজন।