বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫ লাখ ইউরো আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানিয়েছে, নেদারল্যান্ডস রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অনুদান ইউএনএইচসিআর-এর মাধ্যমে মানবিক সহায়তা ও সুরক্ষামূলক কার্যক্রমে ব্যয় করা হবে।
নেদারল্যান্ডস দূতাবাস তাদের বার্তায় বলেছে, “আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে নেদারল্যান্ডস আমাদের বিশ্বস্ত অংশীদার ইউএনএইচসিআরকে সুরক্ষা এবং মানবিক সহায়তার জন্য ৫ লাখ ইউরো সহায়তা দেবে।”