বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

৫ মাছ ব্যবসায়ীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে র‌্যাব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুত ও বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় পাঁচজন মাছ ব্যবসায়ী নিহতের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি চালক সিয়াম খানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার বিসিক শিল্প এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

গত ১৮ আগস্ট ভোরে ভুক্তভোগীরা মাছ কেনার উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে ফিশারিঘাটে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৫টার দিকে সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে রনি, স্বপন দাসসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর নিহত স্বপন দাসের স্বজনরা আকবর শাহ থানায় গিয়ে এজাহার দায়ের করেন। পিকআপ চালক সিয়াম খানকে এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, আলোচিত এ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সিয়াম খান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল সোমবার রাতে অভিযান চালায়। ফতুল্লার বিসিক শিল্প এলাকা ঘেরাও করে মো. সিয়াম খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর