গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এসময় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর অগে বুধবার দিবাগত মধ্যরাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় থেকে ওই মূর্তি উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতাররা উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াইগ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১৩ দিনাজপুর সিপিসি এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিকভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে। মূর্তিটির মূল্য কোটি টাকা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদেরকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।