বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

গাইবান্ধায় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এসময় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর অগে বুধবার দিবাগত মধ্যরাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় থেকে ওই মূর্তি উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াইগ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিকভাবে আলস কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে। মূর্তিটির মূল্য কোটি টাকা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদেরকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর