দীর্ঘ ১১ বছর পর গত শনিবার (৩০ আগস্ট) নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ডা. আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী নির্বাচিত হয়েছেন। তারা দুজনই আগের কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন।
শনিবার ( ৩০ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় দুপুরে। পরে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে পৌনে ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক সভাপতি পদে ছাতা প্রতীকে ১ হাজার ২৭৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক চেয়ার প্রতীকে পান ২১১ ভোট। বাতিল হয় ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মাছ প্রতীকে পান ৭৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি গরুর গাড়ি প্রতীকে পান ৭২১ ভোট। অপর প্রার্থী বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু ফুটবল প্রতীকে পান ১৮ ভোট। প্রত্যেকের বাতিল হয় ১০ ভোট। নেত্রকোনা বিএনপির ১০টি উপজেলা ও ৫টি পৌর কমিটির মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ভোট দেন।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই সম্মেলনে সভাপতি হন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডা. আনোয়ারুল হক এবং সাংগঠনিক সম্পাদক হন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান দুদু।
পরে ২০১৬ সালের ৮ মার্চ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। শেষে ২০১৯ সালের ৬ আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ওই সময় গঠিত ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় ডা. আনোয়ারুল হককে এবং সদস্য সচিব করা হয় ড. রফিকুল ইসলাম হিলালীকে। এই আহ্বায়ক কমিটির অধীনেই এত দিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।