বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ষষ্ঠ। বসবাসের যোগ্য তালিকার শীর্ষ ৫ শহর হলো- ভিয়েনা, কোপেনহেগেন, জুরিখ, মেলবোর্ন ও ক্যালগারি। আর বসবাসের অযোগ্য ৫ শহর হলো- দামেস্ক, ত্রিপোলি, আলজিয়ার্স, লাগোস ও করাচি।
বৃহস্পতিবার প্রকাশিত গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৪-এর প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের র্যাংকিং থেকে দুই ধাপ পিছিয়ে গেছে ঢাকা। ৪৩.০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচির চেয়ে এক ধাপ এগিয়ে তালিকায় ১৬৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী।
১৭৩টি শহর নিয়ে স্থিতিশীলতা, স্বাস্থ্য সেবা, শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশ ও অবকাঠামো বিবেচনায় ইআইইউর এই সূচক তৈরি করা হয়েছে।