গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। জুন ২৩ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের স্টেডিয়াম রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী নাইনটেন টুয়েন্টি আপ ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত এক নারী। পরে তার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।