ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী–শিশুসহ বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০), যাত্রী সামাদ ফকির (৬৫), তার ছেলে বিল্লাল ফকির (৪০) ও মেয়ে আফসানা ( ২০)। অপর একজনের নাম জানা যায়নি।
চার জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা অন্তঃসত্ত্বা। তাকে অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে বিল্লালের গোটা পরিবার ও শশুরবাড়ির লোকজন ছিলেন। দুই পরিবারের শিশুসহ ১০ জন ও অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সের অন্য যাত্রীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরও চার জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত অন্যদের ঢাকায় পাঠানো হয়েছে।
আব্দুল কাদের জিলানী আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি, যাত্রীরা অ্যাম্বুলেন্সটির পেছনে দাঁড়ানো ছিলেন। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। বাসটি হাইওয়ে থানায় জব্দ রয়েছে।’