ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার চারজন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। তাদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও দুই শিশু রয়েছে।
রোববার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভবনের অন্য বাসিন্দারা।
তবে এই অভিযানে নেতৃত্বে থাকা র্যাব কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান।
এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য। এ সময় বেশির ভাগ র্যাব সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযান চালায়।
আটকদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা জানা যায়নি। ঢাকা র্যাবের মিডিয়া সেল থেকে বিস্তারিত ব্রিফিং করে সবকিছু জানানোর কথা বলেছে র্যাব।