বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে অপহরণ করে ২ কোটি ৭০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে শহরের রাজপাড়া থানার বিলশিমলা এলাকা থেকে অপহৃত সাবেক ছাত্রলীগ নেতা অমিকে উদ্ধার করা হয়।

এ সময় আব্দুর রশিদ (৫০) ও মীম ইসলাম (৩০) কে আটক করেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। র‌্যাব-৫, রাজশাহী এবং নগরীর চন্দ্রিমা থানা পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। আটক মীম হচ্ছেন অপর আটক ব্যক্তি আব্দুর রশিদের গাড়িচালক।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, অপহৃত জাকির হোসেন অমি এবং অপহরণে অভিযুক্ত আব্দুর রশিদ উভয়ে রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ। জমি ও প্লট বিক্রির টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে এই অপহরণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, মাদকে আসক্তি এবং টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগে ২০২২ সালের ১৯ অক্টোবর জাকির হোসেন অমিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বাড়ি জেলার বাগমারার ভবানীগঞ্জে। তিনি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডেন্টাল ইউনিটের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে ইন্টার্নশিপ করছেন বলে জানিয়েছেন অমির বাবা আমির হোসেন।

অন্যদিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার জমি ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ি জেলার গোদাগাড়ীতে। কয়েক বছর ধরে রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। দলীয় প্রভাব খাঁটিয়ে বিভিন্ন এলাকার বিরোধপূর্ণ ও  খাসজমি দখল নিয়ে বহুতল ভবন তৈরি এবং প্লট ও  ফ্ল্যাট বিক্রি করেন আব্দুর রশিদ। সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন অমি, তার অংশীদার ছিলেন।

চন্দ্রিমা থানায় দেওয়া এজাহারে অমির বাবা আমির হোসেন অভিযোগ করেন, তার ছেলে পেশায় দন্ত চিকিৎসক। সে নগরীর ছোটবনগ্রাম ব্যাংক টাউন এলাকায় বসবাস করেন। গত ১৫ জানুয়ারি দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টায় অমি সিএনজি অটোরিকশা যোগে গ্রামের বাড়ি বাগমারা থেকে শহরের ছোট বনগ্রামের বাসায় ফিরছিলেন। বাসায় প্রবেশের সময় ৬-৭ জনের একদল সশস্ত্র ব্যক্তি তাকে অপহরণ করে আব্দুর রশিদের বিল সিমলার এ্যাপার্টমেন্টে নিয়ে যায়। অপহরণকারীরা তার কাছ থেকে ব্যাংকের চেক ও ফাঁকা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর আরও ২ কোটি ৭০ লাখ টাকার মুক্তিপণের দাবিতে অমিকে আটকে রেখে মারধর করা হয়। খবর পেয়ে অমির স্ত্রী মিথিলা পারভিন র‌্যাব-৫, রাজশাহী ও চন্দ্রিমা থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার রাতে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে অমিকে উদ্ধার ও আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।

তবে পুলিশ হেফাজত থেকে আটক আব্দুর রশিদ জানান, জাকির হোসেন অমি তার ব্যবসায়িক অংশীদার ছিলেন। তারা সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠ ছিলেন। বিভিন্ন এলাকায় বিরোধপূর্ণ ও খাস জমি কিনে ফ্ল্যাট ও প্লট করে বিক্রি করতেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত  জাকির হোসেন অমি ব্যবসায়িক কাজে তাকে দলীয়ভাবে সহযোগিতা করতেন।

ঘনিষ্ঠ সূত্র জানায়, রশিদ ও অমি নগরীর ডাবতলা ও জিন্নানগর এলাকায় বিরোধপূর্ণ দু’টি জমি সাবেক মেয়রের প্রভাব খাঁটিয়ে দখল করেন। ঐ জমি দখল বাবদ সাবেক মেয়র ও স্থানীয় কাউন্সিলরসহ কয়েকজনকে ২ কোটি ৭০ লাখ টাকা দেওয়ার কথা ছিল। ঐ টাকা প্লট ক্রেতাদের থেকে অমি তুলে নেন। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং সাবেক মেয়র ও সংশ্লিষ্ট কাউন্সিলররা আত্মগোপন করায় অমি কাউকে টাকা দেননি। সম্প্রতি আব্দুর রশিদ বিষয়টি জানার পর অমিকে টাকার জন্য চাপ দেন। কিন্তু অমি টাকা না দিয়ে তালবাহানা করছিলেন। এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি রাতে রশিদের লোকজন অমিকে তুলে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আব্দুর রশিদ এক সময় রাজমিস্ত্রির কাজ করতেন। এক পর্যায়ে জীবিকার সন্ধানে পাড়ি দেন কাতারে। কয়েক বছর কাতারে থেকে সেখানকার এক ব্যবসায়ীর বিপুল টাকা হাতিয়ে দেশে ফিরে আব্দুর রশিদ রাজশাহীর উপশহর এলাকায় বসবাস এবং জমির ব্যবসা শুরু করেন। এভাবে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। বর্তমানে ডাবতলায় তার তিনটি বহুতল ভবনের কাজ চলমান। তিনি হুন্ডি ব্যবসায় জড়িত বলে স্থানীয়া জানান।

নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, অপহৃত জাকির হোসেন অমির বাবা আমির হোসেন সাত জনকে আসামি করে থানায় মামলা করেছেন। অপহরণ চক্রের মূল হোতা আব্দুর রশিদ ও তার গাড়িচালক মীম ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহরণের জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর