শনিবার (২৪ মে) বাংলাদেশ পুলিশ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খানের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত ২২ মে ২০২৫ তারিখে এক গণজমায়েতে ভিপি নুর বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ঐ হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ঐ যাত্রাবাড়ীতে যেভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোনো নেতা-কর্মীর গায়ে হাত তোলা হলে ঠিক সেভাবেই ঝুলিয়ে দেওয়া হবে।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, পুলিশের প্রতি এ ধরনের বক্তব্য শুধু শিষ্টাচারবহির্ভূতই নয়, বরং তা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম স্তম্ভ। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি, কিন্তু পুলিশ বাহিনীর বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
অ্যাসোসিয়েশন আরও জানায়, ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের স্থিতিশীলতা রক্ষায় পুলিশ বাহিনী নিরলস পরিশ্রম করে আসছে। এ সময়ে কোনো বিশেষ মহলের স্বার্থে পুলিশের মনোবল ভাঙার উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে তারা মনে করেন।