নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে—তিনি মো. সুমন। তবে বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন। তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক সংখ্যা যাচাই করা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’