শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

চার দেশে ১৫৯ জনেরও বেশি জুলাইযোদ্ধা চিকিৎসা সুবিধা পেয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, চার দেশে ১৫৯ জনেরও বেশি জুলাইযোদ্ধা চিকিৎসা সুবিধা পেয়েছে।  

বুধবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা জানান।

‘বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশের জন্য কৌশল’-শীর্ষক এক সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার সক্রিয়ভাবে স্বাস্থ্য খাতকে দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে একীভূত করেছে। সর্বশেষ উদাহরণ হতে পারে স্বাস্থ্যকর্মীদের জন্য সহযোগিতার বিষয়ে ভুটানের সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে। আমরা নীলফামারীতে একটি রেফারেল হাসপাতাল নির্মাণের জন্য চীনের সঙ্গে একটি চুক্তিতেও পৌঁছেছি, যা ওই অঞ্চলের জনগণের জন্য ব্যাপকভাবে উপকারী হবে।

তিনি আরও বলেন, আমরা দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে চার দেশে ১৫৯ জনেরও বেশি জুলাইযোদ্ধাকে চিকিৎসার সুবিধাও দিয়েছি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ওষুধ শিল্প এখন জাতীয় ওষুধের চাহিদার প্রায় ৯৯ শতাংশ পূরণ করে। এর বাইরে প্রায় ১৫০টি দেশে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করে, যার ফলে সেই দেশগুলোতে স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী হয়। টিকা, থেরাপি ও ডায়াগনস্টিক উন্নয়নের জন্য কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারলে বাংলাদেশ আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর