বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় দূষিত বাতাসে শ্বাস নিয়ে বছরে ১০ লাখ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে: বিশ্বব্যাংক রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার ইয়াবাসহ একজন আটক তারেক রহমানকে ৩০০ ফিটে সংবর্ধনা দেবে বিএনপি যুক্তরাষ্ট্রের সিনেটে ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন ট্রাম্প:মার্কিন সাংবাদিক কার্লসন ২০২৫ এ ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রাশিয়ার ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রসচিব

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে ৭ মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার জজ আদালত।

বুধবার (১৭ ডিসেম্বর) চেম্বার জজ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। এর আগে তিনটি খুনের মামলাসহ মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না।

আদালত সূত্র জানায়, সাতটি হত্যার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানা এলাকায় হয়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে এসব মামলা দায়ের করা হয়।

এদিকে, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ছোট সাজ্জাদকে চান্দগাঁও থানার দুটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানে বহদ্দারহাট এলাকায় রাব্বী হত্যা ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যাসহ আটটি মামলা রয়েছে। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং স্ত্রী তামান্না ফেনী জেলা কারাগারে রয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর