২০২৪ এর গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনের বিচার সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ ঘোষণা করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়।
গত বছরের আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের গুরুত্ব স্বীকৃতি দিয়ে হাইকোর্ট তা ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছিল। এই রিটের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। হাইকোর্ট বেঞ্চের প্যানেল ছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর।
হাইকোর্টের নির্দেশে প্রতিবেদনের ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি ও অন্যান্য সংরক্ষণাগারে সংরক্ষণ, সরকারি ওয়েবসাইটে প্রকাশ এবং জনগণ, গবেষক ও আইনি প্রয়োজনে সহজলভ্য করার নির্দেশ দেয়া হয়েছে।