শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

নেত্রকোনা সাংবাদিক ফোরাম -ঢাকা’র উদ্যোগে নেত্রকোনা মুক্ত দিবস উদযাপন

সাইফুল ইসলাম মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

নেত্রকোনা মুক্ত দিবস আজ।১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৯ ডিসেম্বর জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে নেত্রকোণা মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন  জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। এদিন রণাঙ্গনে মুক্তিবাহিনীর তিন দিক থেকে আক্রমণের মুখে ময়মনসিংহের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পাক বাহিনী।  

জানা যায়, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর রাত থেকেই নেত্রকোনা শহরের বর্তমান বিএডিসি কৃষিফার্ম এলাকায় এ্যাম্বুস পেতে অপেক্ষায় ছিলেন মুক্তিযোদ্ধারা। টাইগার খ্যাত বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমদের নেতৃত্বে ভোরের আলো যখন ফুটতে থাকে তখনি শুরু হয় তুমুল যুদ্ধ। মরণপণ লড়াই করে নেত্রকোণা শহরকে মুক্ত করতে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন আবু খাঁ, আব্দুস সাত্তার, আব্দুর রশিদ প্রমুখ।

৮ ডিসেম্বর রাত থেকে ৯ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধারা অবিরাম যুদ্ধ চালিয়ে শহরের রাজুরবাজার, চকপাড়া, সাতপাই, কাটলী, নাগড়া, কৃষিফার্ম এলাকা থেকে পাকদের ময়মনসিংহের দিকে পালিয়ে যেতে বাধ্য করেন।

আজ মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষে ঢাকায় প্রথমবারের মতো আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ‘নেত্রকোনা সাংবাদিক ফোরাম -ঢাকা’।

নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা’র সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো’র সঞ্চালনায় অনুষ্ঠাণের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি  সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দাবিতে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর  বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে । আর ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয়েছিল নেত্রকোনা জেলা। আগামী প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস ও গুরুত্ব তুলে ধরার আহব্বান জানান তারা। সেইসাথে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরনে নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা’র উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আলোচকগণ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি কলামিস্ট ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা মোশতাক আহমেদ,বাংলাদেশ সুপ্রিম কোর্টে এর অ্যাডভোকেট মো. মজিবুর রহমান , সংবিধান বিশেষজ্ঞ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান, সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী জান্নাতুল বাকের খান নন্দনসহ নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা’র সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা’র সভাপতি রফিক মুহাম্মদ ।

সবার সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর