শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল কবির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোট দেয়ার  অধিকার নিষিদ্ধ নয়, তারা কাকে ভোট দেবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার নিষিদ্ধ করা যাবে না।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল ‘লায়লাতুল নির্বাচন’।’

উপদেষ্টা ফাওজুল কবির আরও বলেন, অন্তর্বর্তী সরকার কোনো দলের নয় এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কে জিতল, কে হারল এটা তাদের দেখার বিষয় না। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবে না।

তিনি বলেন, ‘নির্বাচনে ডিসি, এসপি কিংবা ওসিরা যদি কোনো দলের পক্ষ নেন, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, সরকারি কর্মকর্তারা সেই দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। কিন্তু নির্বাচনের আগে এবং ভোট চলাকালে তাদের নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক।’

বিদ্যুৎ খাত নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা দাবি করেন, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই। তবে কিছু এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক সমস্যা রয়েছে তা ঠিক হয়ে যাবে।

এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে তিনি বলেন, ‘উন্নয়নের জন্য কিছুটা কষ্ট মেনে নিতে হয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর