বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল কবির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোট দেয়ার  অধিকার নিষিদ্ধ নয়, তারা কাকে ভোট দেবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার নিষিদ্ধ করা যাবে না।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল ‘লায়লাতুল নির্বাচন’।’

উপদেষ্টা ফাওজুল কবির আরও বলেন, অন্তর্বর্তী সরকার কোনো দলের নয় এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নিরপেক্ষ ভূমিকা পালন করছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে কে জিতল, কে হারল এটা তাদের দেখার বিষয় না। নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তারা কারও পক্ষ নিতে পারবে না।

তিনি বলেন, ‘নির্বাচনে ডিসি, এসপি কিংবা ওসিরা যদি কোনো দলের পক্ষ নেন, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন, সরকারি কর্মকর্তারা সেই দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। কিন্তু নির্বাচনের আগে এবং ভোট চলাকালে তাদের নিরপেক্ষ থাকা বাধ্যতামূলক।’

বিদ্যুৎ খাত নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা দাবি করেন, বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট নেই। তবে কিছু এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক সমস্যা রয়েছে তা ঠিক হয়ে যাবে।

এছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করে তিনি বলেন, ‘উন্নয়নের জন্য কিছুটা কষ্ট মেনে নিতে হয়।’

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর