বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

নিরাপত্তাজনিত কারণে বহুল আলোচিত ইসলামী বক্তা ড. জাকির নায়েকের নভেম্বরের শেষ দিকে বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে আয়োজক প্রতিষ্ঠান ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’ জানিয়েছে, নির্বাচনের পরে সরকারের অনুমতি মিললে আগামী মার্চ মাসে এ মেগা লেকচার প্রোগ্রামটি আয়োজন করা হতে পারে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর)  স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও আলি রাজ  বনানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হঠাৎ স্থগিতের কারণ হিসেবে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণেই আসা হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

আলী রাজ বলেন, যেহেতু দেশে নির্বাচন আসন্ন, তাই বড় ধরনের জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এ মুহূর্তে সফর স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

স্পার্ক ইভেন্টের সিইও আলি রাজ আরও বলেন, আমরা অনুষ্ঠান স্থগিতের বিষয়টি ৪ নভেম্বর রাতে একটি পত্রিকার মাধ্যমে জানতে পারি, যা আমাদের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত ছিল।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সব ধরনের সরকারি প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরেও এত অল্প সময়ে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত জানানোয় আমরা হতাশ।

বড় অঙ্কের বিনিয়োগ ও প্রস্তুতির কথা উল্লেখ করে আয়োজক সংস্থাটি জানান, স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট গত চার-পাঁচ বছর ধরে ড. জাকির নায়েককে বাংলাদেশে আনার চেষ্টা করে আসছিল। স্পার্ক ইভেন্ট ২৮ তারিখে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়াসহ আরও পাঁচটি জেলায় লেকচার আয়োজনের পরিকল্পনা করেছিল। এর জন্য প্রায় ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল।

স্পার্ক ইভেন্টের সিইও আলি রাজ বলেন, অনুষ্ঠানের ভেন্যু হিসেবে প্রথমে আর্মি স্টেডিয়াম, পরে বাণিজ্যমেলার মাঠ এবং সবশেষে ঢাকার বাংলাদেশ প্যারেড গ্রাউন্ড নির্ধারণ করা হয়। পাশাপাশি ভারত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৯০ জনের একটি টিম আসার কথা ছিল, যার লজিস্টিক সাপোর্টের অনেক জিনিসপত্র বাংলাদেশে পৌঁছে গিয়েছিল।

তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক বা দলীয় অনুষ্ঠান নয়, সম্পূর্ণ অরাজনৈতিক একটি মেগা লেকচার প্রোগ্রাম। আমরা দেশের আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমরা সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই অনুমতি নিয়েছিলাম।

তিনি আরও বলেন, যেহেতু অনুষ্ঠানটি বাতিল নয়, কেবল স্থগিত করা হয়েছে, তাই মন্ত্রণালয়ের অনুমতি পেলে আমরা নির্বাচনের পর মার্চ মাসে সফলভাবে এটি আয়োজন করব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর