শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

উসমান হাদির মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ইইউ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে এই শোক জানানো হয়।

এতে বলা হয়, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধুবান্ধব ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

এর আগে, হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে তার সার্জারী হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর দুইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর