আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে বাদ দেওয়ার ঘটনার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায়, ভারতে খেলতে দল পাঠাতে তারা অনিচ্ছুক। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কার ভেন্যুতে আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়।
প্রথমদিকে এই প্রস্তাবে আইসিসির ইতিবাচক সাড়া পাওয়ার ইঙ্গিত মিলেছিল। কিন্তু ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত বিসিবিকে জানিয়েছে আইসিসি। সংস্থাটি বিসিবিকে স্পষ্টভাবে জানিয়ে দেয়—টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে খেলতে হবে, অন্যথায় ওয়াকওভারসহ পয়েন্ট হারানোর ঝুঁকি তৈরি হবে।
এরই মধ্যে বিষয়টি নতুন মোড় নেয়। আজ বুধবার সকালে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপত্তা শঙ্কা সংক্রান্ত বিস্তারিত জানতে চেয়ে গতকাল রাতে বিসিবির পাঠানো ই-মেইলের জবাবে আইসিসি আরও তথ্য চেয়েছে। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড আজই আইসিসির কাছে লিখিতভাবে বিস্তারিত ব্যাখ্যা পাঠাবে।