বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের ঘটনায় আমেরিকার জনমত পক্ষে-বিপক্ষে বিভক্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে আটকের ঘটনায় আমেরিকার সাধারণ মানুষ প্রায় সমানভাবে পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। 

রয়টার্স ও ইপসোস প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, ৩৩ শতাংশ মার্কিন নাগরিক মাদুরোকে ধরে নিয়ে আসার সিদ্ধান্তের পক্ষে থাকলেও ৩৪ শতাংশ মানুষ এর তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া ৩২ শতাংশ অংশগ্রহণকারী এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট অবস্থান জানাননি।

সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত এই জরিপ থেকে আরও স্পষ্ট হয়েছে যে, মার্কিন জনগণের একটি বড় অংশ ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ারও বিরোধী। ৪৬ শতাংশ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্রের এমন হস্তক্ষেপ করা উচিত নয়, যেখানে মাত্র ৩০ শতাংশ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।cnn

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থকরাই মূলত এই সামরিক অভিযানের প্রধান সমর্থক। জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের ৬৫ শতাংশ অভিযানের পক্ষে মত দিলেও ডেমোক্র্যাটদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ।

অন্যদিকে, কারাকাসে নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে—ট্রাম্পের এমন আকাঙ্ক্ষার বিরুদ্ধেও জনমত গড়ে উঠেছে। ৪৩ শতাংশ মার্কিন নাগরিক চান না যে ওয়াশিংটন সরাসরি ভেনেজুয়েলার শাসনভার গ্রহণ করুক। লাতিন আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ নিয়ে অন্তত ৭২ শতাংশ মার্কিন নাগরিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ভেনেজুয়েলা থেকে তুলে নিয়ে যাওয়ার পর সোমবার প্রথমবারের মতো নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে মাদকসন্ত্রাস, মাদক পাচার এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তাদের ছেলেকেও। আদালতে মাদুরো নিজেকে একজন ‘ভালো মানুষ’ এবং ‘অপহরণের শিকার’ হিসেবে দাবি করে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।cbs

শুনানিতে তিনি নিজেকে এখনো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন। তবে দোষী সাব্যস্ত হলে মাদুরো ও তার পরিবারের সদস্যদের আজীবন কারাদণ্ড হতে পারে। বর্তমানে ডোনাল্ড ট্রাম্প দেশটিতে আবারও সামরিক অভিযানের হুমকি দিয়ে রাখলেও অধিকাংশ মার্কিন নাগরিক নতুন করে সেনা মোতায়েনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।সূত্র: আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর