বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত ৫

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলায় দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায়  পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী–শিশুসহ বেশ কয়েকজন আহত হন। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টার দিকে উপজেলার নিমতলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– অ্যাম্বুলেন্স চালক মাহবুব (৪০), যাত্রী সামাদ ফকির (৬৫), তার ছেলে বিল্লাল ফকির (৪০) ও মেয়ে আফসানা ( ২০)। অপর একজনের নাম জানা যায়নি।

চার জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা অন্তঃসত্ত্বা। তাকে অ্যাম্বুলেন্সে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সে বিল্লালের গোটা পরিবার ও শশুরবাড়ির লোকজন ছিলেন। দুই পরিবারের শিশুসহ ১০ জন ও অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে সিরাজদিখানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে বিকল হয়ে যায়। মহাসড়কের পাশে রেখে চাকা ঠিক করা হচ্ছিল। সে সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে এক নারী ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাত জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও চার জনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সের অন্য যাত্রীদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পথে আরও চার জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত অন্যদের ঢাকায় পাঠানো হয়েছে।

আব্দুল কাদের জিলানী আরও বলেন, ‘অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি, যাত্রীরা অ্যাম্বুলেন্সটির পেছনে দাঁড়ানো ছিলেন। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয়। বাসটি হাইওয়ে থানায় জব্দ রয়েছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর