শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ-স্বচ্ছ তদন্ত চায় জাতিসংঘ হাদির মৃত্যুতে ব্রিটিশ হাই কমিশনের শোকবার্তা ইসরায়েলের সাথে গোপনে বিপুল অর্থের প্রতিরক্ষা চুক্তি সংযুক্ত আরব আমিরাতের;ইন্টিলিজেন্স অনলাইনের প্রতিবেদন রাজধানীতে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আজ দেশে আসছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার মরদেহ ভারত পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করলেও, ‘হস্তক্ষেপ’ করবে না ;বাংলাদেশ হাইকমিশনের বিবৃতি ‘বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে’—জাবি ছাত্রশিবির সেক্রেটারি মোস্তাফিজ ওসমান হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই পত্রিকা অফিসে হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ট্রাভেল পাস পেয়েছেন তারেক রহমান

শরীয়তপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়ায় বিরক্ত হয়ে ইমামকে হুমকি দেওয়ার জেরে খবির সরদার (৪৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলমাস সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভোররাতে মসজিদের মাইকে আজান ও বয়ান করায় বিরক্ত হয়ে ইমামকে হুমকি দেন আলমাস সরদার। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হন আলমাস। মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, ‘মাইকে আজান ও বয়ান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস। জিডি করার পর থেকেই সে ক্ষিপ্ত ছিল। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা পরিকল্পিতভাবে খবির সরদারকে হত্যা করেছে। তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি করি।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কবির আলম বলেন, ‘খবির সরদারকে মৃত অবস্থায় আনা হয়। তার বুকের ডানপাশে ছুরির আঘাত লেগে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ‘খবির সরদার হত্যার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর