বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

শরীয়তপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়ায় বিরক্ত হয়ে ইমামকে হুমকি দেওয়ার জেরে খবির সরদার (৪৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলমাস সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভোররাতে মসজিদের মাইকে আজান ও বয়ান করায় বিরক্ত হয়ে ইমামকে হুমকি দেন আলমাস সরদার। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হন আলমাস। মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, ‘মাইকে আজান ও বয়ান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস। জিডি করার পর থেকেই সে ক্ষিপ্ত ছিল। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’

জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী আলমাস গংরা পরিকল্পিতভাবে খবির সরদারকে হত্যা করেছে। তিনি বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই ও দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি করি।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. কবির আলম বলেন, ‘খবির সরদারকে মৃত অবস্থায় আনা হয়। তার বুকের ডানপাশে ছুরির আঘাত লেগে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, ‘খবির সরদার হত্যার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর