বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশর রাষ্ট্রদূত ওমর ফাহমি।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে, গুলশানের চেয়ারপার্সন অফিসে এ সাক্ষাৎ করেন তারা।
এসময় উভয় পক্ষ- দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। গুরুত্ব পায় বস্ত্রখাতে মিশনের বিনিয়োগ, দেশটিতে বাংলাদেশি শ্রমিক নিয়োগসহ ব্যবসায়িক নানা স্বার্থ। এসময় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়েও আগ্রহের কথা জানান তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি স্হায়ী কমিটি আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।