চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কেপিজেড পাহাড়ের পাদদেশে ফুটবল খেলার সময় পাহাড় ধসে দুইজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আরও ৩টি শিশু আহত হয়েছে।
আজ বৃহস্পিতবার (১ এপ্রিল) সকালে উপজেলার কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন— বৈরাগ এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান (১২) এবং ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহতরা হচ্ছে—মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) আবুল কাশেমের ছেলে সিফাত (১০)।
স্থানীয়রা জানান, সকালে বৈরাগ এলাকার কেপিজেড পাহাড়ের একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলার সময় পাহাড় ধসে বেশ-কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, পাহাড়ের পাদদেশে খেলতে গিয়ে পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ে ধসে আহত হওয়া কয়েকটি শিশুকে হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে দুটি শিশু মৃত্যুবরণ করে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
তবে স্থানীয়রা দাবি করছেন, বেশ কয়েকদিন আগে ওই পাহাড়ের কিছু অংশ কেটেছিল কোরিয়ার ইপিজেড কতৃপক্ষ। স্থানীয়রা জানান, নিচ থেকে পাহাড়ের মাটি কাটায় উপর থেকে বড় একটি অংশ ধসে পরে। এতে হতহতের ঘটনা ঘটে।