শীতে তো বটেই, সারা বছরই ত্বক এবং চুলের যত্নে নারকেল তেলের বিকল্প নেই। তবে শীতকালে গোসলের আগে চুলে তেল ম্যাসাজ করতে গিয়ে দেখা যায় জমে শক্ত হয়ে গেছে তেল। এতে বোতল থেকে তেল বের করতে বেশ বিড়ম্বনা পোহাতে হয়। নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি বলে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসেই জমে যায়। জেনে নিন করনীয়।