বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

বসুন্ধরার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক রোগী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১:১২ অপরাহ্ন

বিনামূল্যে চিকিৎসা পেল মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নের পাঁচ শতাধিক রোগী। বসুন্ধরা ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান আফরোজা বেগম জেনারেল হাসপাতাল সম্প্রতি বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

সকাল ৯টায় সিংজুড়ি ইউনিয়নের বৈকুণ্ঠপুর খাগ্রাটা দাখিল মাদরাসা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে রয়েছে চিকিৎসাসেবা প্রত্যাশী শত শত নারী-পুরুষ। এর আগে অন্য একটি বুথে তাদের নিবন্ধন করা হয়েছে।

রোগ অনুযায়ী চিকিৎসকদের তিনটি দল ভিন্ন ভিন্ন বুথে চিকিৎসাসেবা দিচ্ছে।

ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছিলেন ফরিদ মিয়া। তিনি বলেন, অসুস্থ শরীরে শহরে গিয়ে ডাক্তার দেখানো তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এ ছাড়া ডাক্তারের ফি, যাতায়াত খরচ বহন করাও তার পক্ষে বেশ কষ্টের ছিল। বাড়ির কাছে ডাক্তার আসায় তার জন্য অনেক ভালো হয়েছে। টাকা-পয়সাও লাগছে না।

আমেনা বেগম বলেন, ‘বন্যা, শীতসহ বিভিন্ন দুর্যোগে সব সময়ই আমরা বসুন্ধরা গ্রুপের সহায়তা পেয়ে আসছি। এবার আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে। বসুন্ধরার মালিকদের জন্য আমরা সব সময় দোয়া করি। ’

আফরোজা বেগম জেনারেল হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার কাজী তাওহীদ বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, ব্লাড প্রেসার চেকসহ বিভিন্ন রোগের পরামর্শ দেওয়া হচ্ছে। পরামর্শ দিচ্ছেন ডা. সিরাজুল ইসলাম, ডা. নিসিতা রহমান প্রীতি ও ডা. তোলা ইসলাম।

এই কর্মকর্তা আরও জানান, আফরোজা বেগম জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে, যাতে গরিব মানুষ চিকিৎসাসেবা পেতে পারে।

কাজী তাওহীদ বলেন, মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আফরোজা বেগম জেনারেল হাসাপাতালে প্রতি শুক্রবার বিশেষ ছাড় দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

ওই দিন অর্থাৎ প্রতি শুক্রবার হাসপাতালে আসা রোগীদের বিনা ফিতে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে। সব পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া নিবন্ধন ফি ১০০ এবং ভর্তি ফি ৩০০ টাকা মওকুফ করা হবে।

বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রসঙ্গে মানিকগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু বলেন, ‘মানিকগঞ্জে যেকোনো দুর্যোগ, দুরবস্থায় সর্বপ্রথম এবং কার্যকরভাবে এগিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। এবার দুস্থ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে এগিয়ে এসেছে। আমরা মানিকগঞ্জের বাসিন্দা হিসেবে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। ’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর