বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

কুমিল্লায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত দুই জনের মরদেহ কবর থেকে উত্তোলন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দাউদকান্দি উপজেলায়  নিহত দু’জনের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। মামলার তদন্তের জন্য শনিবার বেলা ১১টা থেকে উত্তেলন শুরু করে বিকেল ৫টা পর্যন্ত  তাদের মরদেহ উত্তোলন করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক হারুনুর রশিদ।

নিহত দু’জন হলেন, দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের সুখীপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. রিফাত (১৭)। রিফাত পেশায় ইলেকট্রিক মিস্ত্রী এবং অপরজন দিনমজুর মো.বাবু মিয়া (২৩) উপজেলার তুজারভাঙ্গা গ্রামের অটোরিকশা চালক আব্দুল মান্নানের ছেলে। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে রিফাত বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ওইদিন রাতেই তার মৃত্যু হয়। পরদিন তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করে পরিবার। এ ঘটনার ১৩ দিন পর ১৮ আগস্ট রিফাতের মামা পরিচয়ে আব্দুর রাজ্জাক ফকির নামে একজন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গত ১ সেপ্টেম্বর রিফাত হত্যার ঘটনায় কুমিল্লার আদালতে আরেকটি হত্যা মামলা করা হয়। আদলাতে করা মামলার বাদী নিহত রিফাতের মা নিপা বেগম। যেই মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন-পিবিআই। দুই মামলাতেই কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইনসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়।

অপরদিকে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিকেলে বিজয় মিছিলে দাউদকান্দি মডেল থানার সামনে দিনমজুর মো. বাবু মিয়া (২৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান।তাকেও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। নিহত দিনমজুর বাবুর প্রতিবেশী লিটন আহম্মেদ পাভেল বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে হত্যা মামলা করেন।

ময়না তদন্ত প্রতিবেদন না থাকায় আদালতের নির্দেশে দু’জনের মরদেহ উত্তোলন করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ। তিনি জানান, এ দুই জনের মৃত্যুর সময় ময়নাতদন্ত করার পরিস্থিতি ছিলো না। তাই তখন সাধারণভাবেই দাফন করেছিলো পরিবার। এখন আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশে আইনি কার্যক্রম পরিচালনার জন্য মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর