অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের সামনের মৌসুমের জন্য বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে রেখেছে হোবার্ট হারিকেন্স। আগের আসরেও ডাক পেয়েছিলেন রিশাদ, তবে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় খেলা হয়নি তরুণ এই স্পিনারের।
বিগ ব্যাশে এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার পরই সম্ভাবনার আলো জ্বেলেছিলেন রিশাদ। কিন্তু বিপিএলের সূচির সঙ্গে সংঘাতের কারণে শেষ মুহূর্তে মাঠে নামা হয়নি তার। ফলে শিরোপাজয়ী হোবার্ট হারিকেন্সের ঐতিহাসিক মুহূর্তেও থাকতে পারেননি তিনি।