বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সাংবাদিকরা সত্য তুলে ধরায় পার্শ্ববর্তী দেশ থেকে গুজব অনেকটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জয়, পুতুল ও ববিসহ ৮ জনের নামে মামলার অনুমোদন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭৪৮ জন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২০২৬ সালের জন্য নবায়নের সময় নির্ধারণ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি নিউজার্সির প্রথম নারী গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল ভার্জিনিয়ার প্রথম নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন অ্যাবিগেল

পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে তারা ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে এ বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অপরদিকে জামায়াত প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। প্রতিনিধি দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক উন্নয়ন এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাকিস্তানের উপপ্রধান মন্ত্রী ইসহাক দার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলও পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করে। তারা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও পারস্পরিক কল্যাণে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আগামীকাল রোববার বেলা ২টায় পাকিস্তানের উপপ্রধান মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর