মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে মার্কিন সিনেটে একটি বিল পাস হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে এই খবর।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন ছিলো এবার। এর আগের রেকর্ডটাও ট্রাম্পেরই। আগেরবার ৩৫ দিন স্থায়ী হয়েছিলো সেই শাটডাউন। সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে দীর্ঘ অচলাবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে দেশটিতে বিমান চলাচল দারুণভাবে ব্যহত হচ্ছে।
আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখতে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন আইনপ্রণেতারা। স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্যসহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর এই সিদ্ধান্ত নেন তারা। অচলাবস্থা কেটে যাচ্ছে বলে আভাস দেন ট্রাম্পও।
তিনি বলেন, মনে হচ্ছে, শাটডাউন শেষ হচ্ছে খুব শিগগিরি। দেশের বন্দি এবং অবৈধভাবে আমাদের দেশে আসা মানুষের পেছনে আমরা কখনই অর্থ ব্যয় করবো না। আর আমার মনে হয়, ডেমোক্র্যাটরাও বিষয়টা বুঝতে পারছে। তাই হয়তো শিগগিরি এই অবস্থার অবসান হবে।
কেন্দ্রীয় সরকারের ব্যয়-বরাদ্দসংক্রান্ত বিলটি সিনেটে ৬০-৪০ ভোটে পাস হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই ভোট। সরকারের অচলাবস্থা কাটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটের সদস্যসংখ্যা ১০০। সিনেটে কোনো বিল পাসের জন্য অন্তত ৬০ ভোটের প্রয়োজন পড়ে।
এর আগে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও পর্যাপ্ত ভোট না পড়ায় বিলটি পাস হয়নি। এবার অন্তত সাতজন ডেমোক্রেটিক সিনেটর এবং কয়েকজন স্বতন্ত্র সিনেটরও বিলটি এগিয়ে নেয়ার পক্ষে ভোট দেন।
তবে সিনেটে পাস হলেও সরকারের অচলাবস্থা পুরোপুরি কাটতে এখনো কিছু কাজ বাকি আছে। সিনেটে পাস হওয়া এই বিল এখন মার্কিন আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে।
বর্তমান মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। সেখানে বিলটি পাস হলে প্রেসিডেন্টের অনুমোদনের জন্য তা ট্রাম্পের কাছে পাঠানো হবে। ট্রাম্প সাক্ষর করার পরই বিলটি চূড়ান্ত হবে।-৭১