বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মনোনয়ন কেন্দ্র করে সহিংসতা,চট্টগ্রামের বিএনপির চার নেতা বহিষ্কার দেশে ফিরলেন জামায়াত আমির ৬৩ আসনের বেশিরভাগ শরিকদের জন্য রেখেছে বিএনপি ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ৪৮ হাজার পুলিশ সদস্য : পুলিশ হেডকোয়ার্টার্স এবারও পেলেন না বিএনপির মনোনয়ন, যা বললেন সংগীতশিল্পী মনির খান জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

কাজে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের এসপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের হঠাৎ বিদেশ যাওয়াকে কেন্দ্র করে প্রায় তিন মাস আগে প্রত্যাহার করা কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (৩ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনের সই করা চিঠিতে এ কথা জানানো হয়।

যোগদানপত্রের আদেশে তাকে পূর্ববর্তী কর্মস্থল কিশোরগঞ্জে পুলিশ সুপার পদে যোগদানের জন্য অনুরোধ করা হয়। এছাড়া গত ৮ মে পুলিশ সদর দপ্তরের আদেশটিও বাতিল করা হয়েছে।

গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তাঁর নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল। এ ছাড়া ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আসামি হিসেবে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না দেওয়ার অভিযোগ আনা হয়। ঘটনার তদন্তে পুলিশ সদরদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।

অপরদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে প্রধান এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য করে উচ্চ পর্যায়ের আরেকটি কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদেরকে নির্দোষ প্রমাণিত করে অভিযুক্তকে অব্যাহতি দিতে সুপারিশ করেছে বলে জানা গেছে। তদন্তকালীন এই চার মাস কিশোরগঞ্জের পুলিশ সুপার পদ শূন্য ছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর