দীর্ঘ ২৬ ইনিংস পর সাদমানের সেঞ্চুরি।এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি । শুরু থেকেই ইতিবাচকভাবে খেলা সাদমান সেঞ্চুরি পেয়েছেন ১৪২ বলে, ১৬টি চারের সৌজন্যে। টেস্টে দুই সেঞ্চুরির সাথে এখন তার ৫টি ফিফটি।
সাদমানের প্রথম টেস্ট সেঞ্চুরি এসেছিল এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০২১ সালের জুলাইয়ে হারারেতে। এরপর তিনবার ফিফটি করলেও সেঞ্চুরির অপেক্ষাটা আর ঘোচেনি। বিশেষ করে গত বছর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭ রানের জন্য হাতছাড়া হয়েছিল দ্বিতীয় সেঞ্চুরি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি—এই ইনিংসেই আবার ছুঁয়ে ফেলেছেন টেস্ট ক্যারিয়ারে ১০০০ রানের মাইলফলক।
শুরু থেকেই ধৈর্য, নিয়ন্ত্রণ আর শৃঙ্খলায় বাঁধা সাদমানের ইনিংসটি কেবল রান সংগ্রহ নয়, পুরো ব্যাটিং ইউনিটকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ওয়েলিংটন মাসাকাদজা, মুজারাবানি কিংবা নগারাভা – কাউকেই আজ খুব একটা খুঁজে পেতে দেননি তিনি।