শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রংপুর রাইডার্সের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন সোহান, নেতৃত্ব দেবেন লিটন আজ পবিত্র শবে মেরাজ বিশ্ব হয়ে উঠছে আরও বিপজ্জনক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিত: যেসব সমস্যায় পড়বেন বাংলাদেশিরা মাচাদোর নোবেল পদক ট্রাম্পকে প্রদান, বললেন ‘ধন্যবাদ মারিয়া’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় ইরানের ৮০০ বিক্ষোভকারীর দণ্ড কার্যকর স্থগিত অনিশ্চয়তা কাটিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল, পরিবর্তিত সূচি প্রকাশ ইসলামী আন্দোলন ছাড়া জামায়াতসহ ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা আজ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় ইরানের ৮০০ বিক্ষোভকারীর দণ্ড কার্যকর স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১:৩২ অপরাহ্ন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ (বুধবার) ফাঁসি হওয়ার কথা ছিল।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্র সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন তিনি।

গত প্রায় ২০ দিন ধরে দেশজুড়ে তীব্র সরকারবিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লাবের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া সরকার তাদের শাসনামলের ৪৭ বছরে এত বড় মাত্রার বিক্ষোভ-আন্দোলন প্রত্যক্ষ করেনি।

এই আন্দোলন-বিক্ষোভের প্রাথমিক কারণ দেশটির ভঙ্গুর অর্থনীতি । বছরে পর বছর ধরে অবমূল্যায়নের জেরে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রার স্বীকৃতি পেয়েছে। জাতীয় মুদ্রার এই দুরাবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে।এদিকে, বিক্ষোভের শুরু থেকেই ইরানে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ২৮ ডিসেম্বর বিক্ষোভ ফুঁসে ওঠার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েক বার এ হুমকি দিয়েছিলেন তিনি।

তবে বর্তমান অবস্থা পর্যালোচনার ভিত্তিতে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা ধারণা করছেন, সরকারবিরোধী বিক্ষোভের কারণে ইরানে মার্কিন হামলার আশঙ্কা কম।

সূত্র : এনডিটিভি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর