দক্ষিণ লেবাননের জারিয়রিয়েহ, কাফরার মিলকি এবং আনসার গ্রামে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, এই হামলা শহরের বাইরে খোলা জায়গাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে। তবে, হামলার পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। – আল জাজিরা
গত বছরের নভেম্বরে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও, ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়ে আসছে।
এদিকে এ ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে হিজবুল্লাহ প্রধান। হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছিলেন, যদি ইরান এবং ইসরায়েল এর মধ্যে যুদ্ধ আরও তীব্র হয়, তাহলে গোষ্ঠীটি ‘যথাযথ’ ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে, এখন পর্যন্ত ইরান-মিত্র হিজবুল্লাহ সংঘাতে সামরিকভাবে হস্তক্ষেপ করেনি।