৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠন সংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কর ক্যাডারের ডিসিটি মানসুর আলী এবং সদস্য হিসেবে ছিলেন সিনিয়র সহকারী সচিব আবিদুর রহমান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির। পরবর্তী সময়ে সব সদস্যের ঐকমত্যের ভিত্তিতে দুই সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মো. আজিজুর রহমান, যিনি পরিকল্পনা কমিশনে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।