প্রধান উপদেষ্টার জাপানে দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,ডিসেম্বরে কেন নির্বাচন হবে না, এর উত্তর জনগণ জানতে চায়। জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, তখন একটি পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।
আজ শনিবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশের গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর ৫ আগষ্টের পর যেসব দলের জন্ম হয়েছে, তারা নির্বাচন চায় না।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের দীর্ঘ সময় ধরে রাজপথে জীবন দিয়েছে অসংখ্য মানুষ, সে গণতন্ত্র নিয়ে টালবাহানা গ্রহনযোগ্য হতে পারে না। দেশের জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই ডিসেম্বরে নির্বাচন হতে হবে।
নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আমীর খসরু বলেন, গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেওয়া হবে।আমাদের স্পষ্ট কথা ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন।