শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি গণঅধিকার পরিষদের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

 আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের জাতীয় পার্টিসহ শরিকদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

আগামী সংসদ নির্বাচনে এসব দল যাতে অংশ নিতে না পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

আজ সোমবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন এ আহ্বান জানান।

বৈঠকে শেষে রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবিতে এর আগে আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন দিয়েছিলাম। এ বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, আজকের বৈঠকে আমরা কা জানতে চেয়েছি। সিইসি আমাদের বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় নেই। তবে সরকার যেভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, একইভাবে যদি জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটভুক্ত অন্যান্য দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে এর পরিপ্রেক্ষিতে ইসির পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।

আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটভুক্ত অন্যান্য দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে শিগগিরই প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান মুহাম্মদ রাশেদ খাঁন।

এর আগে দুপুর ১২টার দিকে রাশেদ খাঁনের নেতৃত্বে দলটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠকে অংশ নেন। বৈঠকে গণঅধিকার পরিষদের ২০২৪ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।

রাশেদ খাঁন জানান, ২০২৪ সালে গণঅধিকার পরিষদের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। আর ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। গত বছরের প্রারম্ভিক জমা ছিল ৫ হাজার টাকা। সব মিলিয়ে উদ্বৃত্ত আছে ১৩ হাজার ২১২ টাকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর