শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আ. লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি মারা গেছেন ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাঠের ময়লার স্তূপে আগুন জাকির নায়েকের বাংলাদেশ সফর স্থগিত ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হাসিনা, জয় ও পুতুলের দুর্নীতির মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি সেনাবাহিনীর কাছে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা ও তার সাত সহযোগী আটক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিলো হাইকোর্ট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে টানা দ্বিতীয় মেয়াদে অ্যান্থনি আলবানিজের জয়

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো তিন বছরের মেয়াদে জয়লাভ করেছেন অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এই জয়ের মাধ্যমে তিনি ২১ বছরের মধ্যে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে বিজয়ী হলেন। 

৫০.৩৩% ভোট গণনা শেষে এখন পর্যন্ত ৬৮ আসনে বিজয়ী হয়েছে অ্যান্থনি আলবানিজের দল। অন্যদিকে তার প্রধান বিরোধী নেতা পিটার ডাটনের জোট ২২ আসনে বিজয়ী হয়েছে।

ডানপন্থী বিরোধী নেতা পিটার ডাটন নির্বাচনে পরাজয় মেনে নিয়ে আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই পরাজয়ের পেছনে নির্বাচনী প্রচারণায় যথেষ্ট ভালো করতে না পারাকে দায়ী করেন। ডাটন বলেন, লেবার পার্টির জন্য এটি একটি ঐতিহাসিক জয় এবং আমি তা স্বীকার করে আলবানিজকে অভিনন্দন জানিয়েছি।

শনিবার অনুষ্ঠিত এই সাধারণ নির্বাচনে লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দেশটির পূর্ব উপকূলে স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা পরবর্তীতে পশ্চিমাঞ্চল ও দূরবর্তী দ্বীপ অঞ্চলগুলোতে পর্যায়ক্রমে শুরু হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ১ কোটি ৮১ লাখ ভোটার এ নির্বাচনে নিবন্ধিত ছিলেন, যার মধ্যে প্রায় অর্ধেকই আগাম ভোট দিয়েছেন।

বছরের শুরুতে জনপ্রিয়তা কমে যাওয়ায় অনেকে ভেবেছিলেন আলবানিজ পরাজয়ের দিকে এগোচ্ছেন। তবে শেষ পর্যন্ত তিনি জোরালো প্রচারণার মাধ্যমে বিরোধী নেতা ডাটনকে পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে লেবার পার্টি আবারও সরকারের নেতৃত্বে আসছে।

চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবারের নির্বাচনী প্রচারণায় প্রাধান্য বিস্তার করেছে মূলত মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার এবং আবাসন সংকট।সূত্র: আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর