ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভোটার/শিক্ষার্থীরা ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে চাইলে সে সুযোগ পাবেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
আজ সোমবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে যে সব ভোটার/শিক্ষার্থী ভোটার তালিকায় ছবি অপ্রদর্শিত রাখতে ইচ্ছুক, তাদের ২৭ আগস্টের (মঙ্গলবার) মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করার জন্য বলা হচ্ছে।