পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদরদফতরে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নিরাপত্তা কর্মকর্তা।
আজ সোমবার ( ২৪ নভেম্বর) সকালে ফেডারেল কনস্ট্যাবুলারির সদরদফতরের প্রবেশমুখে দুই আত্মঘাতী হামলাকারী অস্ত্রসহ আক্রমণ চালানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। হামলায় জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের গুলিতে হত্যা করা হয়েছে; তারা ভবনের ভেতরে ঢুকতে পারেনি। পাকিস্তান সরকার এ ঘটনাকে ‘ব্যর্থ সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
ফেডারেল কনস্ট্যাবুলারি সীমান্ত এলাকায় সংঘাত, সন্ত্রাসী হামলা ও বড় ধরনের অপরাধ দমনে কাজ করে। পেশোয়ার অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশ দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত। তালেবান সংশ্লিষ্ট তেহরিক-ই-তালেবান পাকিস্তান এখানকার বহু হামলার দায় স্বীকার করেছে।-সূত্র: বিবিসি