মাদকের সাথে সংশ্লিষ্ঠতা রয়েছে এমন ভূখণ্ডে যেকোনো সময় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই এমন হুমকি দিলেন তিনি।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ তথ্য জানায়।
এরইমধ্যে পুয়ের্তো রিকোতে চলছে মার্কিন বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ। বিভিন্ন সামরিক সরঞ্জাম আর সেনা সদস্যরা প্রস্তুত যেকোনো সময় অভিযানের জন্য। অন্যদিকে, ভেনেজুয়েলার কার্গো জব্দের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট ঘোষণা, প্রয়োজনে মাদকচক্র ধ্বংসে সংশ্লিষ্ঠ দেশগুলোতে স্থল অভিযান চালানো হবে।
ট্রাম্পের হুঁশিয়ারির পর শান্তিতে নোবেলজয়ী এবং ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া হুশিয়ারি দিয়ে বলেন, পতনের দ্বারপ্রান্তে চলে এসেছে মাদুরো সরকার। স্বৈরাচার হঠাতে আন্তর্জাতিক সহায়তাও চান তিনি।
যদিও এসব হুমকি-হুঁশিয়ারিকে উড়িয়ে দিচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কোনো চাপের কাছেই মাথা নত করবেন না বলেও পাল্টা ঘোষণা দেন। বলেন, মাথা নত না করে সশস্ত্র সংগ্রাম করাই আমাদের ইতিহাস। যতই মিথ্যাচার করা হোক না কেন, যতই চাপ দেয়া হোক না কেন, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। যেকোনো আগ্রাসন এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অটল অবিচাল হয়ে থাকবো।
এর আগে, মাদকের জন্য লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়াকেও হুমকি দেন ট্রাম্প।