ইন্ডিয়ান প্রিমিযার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে আজ শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজ। দিল্লির আজকের (২৪ মে) রাতের ম্যাচটি পরিণত হয়েছে নিয়ম রক্ষার এক ম্যাচ। জয়পুরে সে ম্যাচটি খেলে দুবাই উড়ে যাবেন মুস্তাফিজুর রহমান। সেখান থেকে ২৫ মে লাহোর এর উদ্দেশে বিমানে চড়বেন কাটার মাস্টার।
তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ২৫ মে দুই ভাগে ভাগ হয়ে দুবাই থেকে লাহোর যাবে বাংলাদেশ দল। বিসিবি সূত্রে জানা গেছে, মুস্তাফিজ ভারত থেকে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ভাগের সঙ্গে পাকিস্তানের বিমানে চড়বেন।
শারজাহতে আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের প্রথম ম্যাচটি খেলে আইপিএলে চলে গিয়েছিলেন মুস্তাফিজ। তিনি যে ম্যাচটি খেলেছিলেন, সেটি বাংলাদেশ জিতেছিল। তবে আইপিএলে মুস্তাফিজের খেলা গত দুই ম্যাচেই দিল্লি হেরেছে।
অবশ্য দুটি ম্যাচেই বাঁহাতি এ পেসার ভালো বোলিং করেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি২০ শুরু হবে আগামী ২৮ মে। পরের ম্যাচ দুটি যথাক্রমে ৩০ মে ও ১ জুন। সিরিজটি পাঁচ ম্যাচ থেকে তিন ম্যাচে নামিয়ে এনেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।