ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে রাজধানীতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিপুলসংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা থাকায় মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় যানবাহন চলাচল সীমিত থাকবে। জানাজা নির্বিঘ্ন করতে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, মিরপুর রোড থেকে ফার্মগেটগামী যানবাহনকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলাচল করতে হবে। ফার্মগেট থেকে ইন্দিরা রোড ও মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহনকে খেজুর বাগান ক্রসিং হয়ে বিকল্প পথে চলার অনুরোধ করা হয়েছে। ধানমন্ডি ও আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহনের জন্যও নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জানাজা চলাকালীন ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি হাতিরঝিল র্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডিএমপি আরও জানিয়েছে, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত নগরবাসীকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে ট্রাফিক নির্দেশনা অনুসরণ করতে হবে। নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনারও অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।