আব্দুল কাদের (বাঁয়ে) এবং বাকের মজুমদার
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদ ভিপি (সহসভাপতি) পদে আব্দুল কাদের এবং জিএস (সাধারণ সম্পাদক) পদে বাকের মজুমদারের প্রার্থিতা ঘোষণা করেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ছাত্র স্বার্থ, গণতন্ত্র ও বিশ্ববিদ্যালয়কে অরাজনৈতিক পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ২৯ জুলাই (মঙ্গলবার) বিকেল ৪টায় তফসিল প্রকাশ করা হয়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে টানা ৩টা পর্যন্ত। ভোট গণনা এবং ফলাফলও একই দিন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।