শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর জাহানারা ইস্যুতে সরব মাশরাফি ক্রিকেটার জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের জাপানের ১ কোটি শ্রম ঘাটতি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ ৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ জকসু নির্বাচনের খসড়া তালিকায় ভোটার ১৬ হাজার ৭২৫ জন যারা নির্বাচনের আগে গণভোটের চাপ দিচ্ছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব শফিকুল আলম

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

হামাস ও ইসরায়েলের মধ্যে গাজার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বন্দীদের মুক্তি দেওয়া শুরু করেছে ইসরায়েল।

ফিলিস্তিনি সূত্রগুলো সিনহুয়াকে জানিয়েছে, মধ্য পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বন্দীদের বহনকারী বাসগুলো বেইতুনিয়া এলাকার একটি অভ্যর্থনা কেন্দ্রের দিকে রওনা হয়েছে।

হামাস সংশ্লিষ্ট প্রিজনার্স ইনফরমেশন অফিস জানিয়েছে, সপ্তম ও অষ্টম ব্যাচের বন্দী মুক্তির বিষয়টি একীভূত করা হয়েছে। যার ফলে মোট ৬৪২জন বন্দী মুক্তি পাচ্ছেন।

 

যুক্তরাষ্ট্রের সহায়তায় মিসর ও কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এসব বন্দী মুক্তি পাচ্ছেন। হামাস এটিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ যাবৎকালের সবচেয়ে বড় বন্দী মুক্তির ঘটনা বলে উল্লেখ করেছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ‘সপ্তম ও অষ্টম ব্যাচের বন্দিদের মুক্তির মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের একটি অর্জন আমরা প্রত্যক্ষ করছি, যা যুদ্ধবিরতি চুক্তির আওতায় এ পর্যন্ত সবচেয়ে বড় বন্দী মুক্তি।’

তিনি আরও বলেন, হামাস যেকোনো বিনিময় চুক্তিতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দেয়। তিনি আরও উল্লেখ করেছেন যে, তারা মৃতদেহ বিনিময়ের জন্য নতুন পদ্ধতি সম্পর্কিত মধ্যস্থতাকারীদের অনুরোধে সাড়া দিয়েছেন। যা প্রক্রিয়াটির প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতি নিশ্চিত করে।

মঙ্গলবার হামাস ঘোষণা করেছে, ফিলিস্তিনি বন্দীদের বিলম্বিত মুক্তি নিয়ে তারা একটি বিরোধ নিষ্পত্তি করেছে, যা মূলত গত শনিবার হওয়ার কথা ছিল। কায়রোতে হামাসের প্রতিনিধি দল ও মিশরীয় কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই প্রস্তাব আনা হয়।

 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যস্থতাকারীদের কাছ থেকে আশ্বাস দাবির পরে বন্দীদের মুক্তিতে এই বিলম্ব হয়। আগের বন্দী বিনিময়  কার্যক্রমের সময় হামাস আয়োজিত ‘উসকানিমূলক সামরিক কুচকাওয়াজ’র পুনরাবৃত্তি হবে না। যেটিকে তিনি  ‘ইসরায়েলি জিম্মিদের অধিকারের জন্য অপমানজনক’ বলে মনে করেছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর