বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, তবে ঘি আমাদের লাগবেই: জামায়াতে ইসলামীর নায়েবে আমির এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেন গ্রেপ্তার মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি: ডোনাল্ড ট্রাম্প গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশ অনুমোদন উপদেষ্টা পরিষদে ইসির কাছে ইউএনডিপি প্রতিনিধিদলের ১৪ প্রস্তাবনা পদে থেকেও নির্বাচনে সংবিধানে কোনও বাধা নেই: অ্যাটর্নি জেনারেল এই সরকারের আমলে যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর: প্রধান উপদেষ্টার প্রেস সচিব সারাদেশের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি ৫ দাবি মেনে সম্মান প্রদর্শন করুন, নইলে ১১ তারিখ ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনের’ ১০ কর্মকর্তার বিরুদ্ধে ‘জুলাই যোদ্ধা’র মামলা

সোনার দাম আকাশচুম্বী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

দেশের বাজারে দিন কয়েকের ব্যবধানে আবার বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করেছে। 

জানায়, রবিবার (১৩ এপ্রিল) থেকে নতুন মুল্য কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৮৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ১০ এপ্রিল ২ হাজার ৪০৩ টাকা বৃদ্ধির ঘোষণা দিয়ে ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। সেই দামেই শনিবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়াবে ১ লাখ ১০ হাজার ২৭১ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই দাম সমন্বয় করা হয়েছে।

এদিকে, সোনার দাম বাড়লেও রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

বর্তমান নির্ধারিত দামে, ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে মাত্র তিন মাসের ব্যবধানে মোট ১৪ দফায় সোনার দাম বাড়ানো হলো, যা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর